প্রকাশিত: Mon, Dec 4, 2023 11:59 PM
আপডেট: Fri, May 9, 2025 10:48 AM

[১] জলবায়ু সম্মেলন চলাকালেই মারাত্মক দুষণের কবলে দুবাই, কঠোর সমালোচনা

আসাদুজ্জামান সম্রাট, দুবাই থেকে: [২] এবারই প্রথম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে স্বাস্থ্যকে যুক্ত করা হয়েছে। অর্থাৎ, স্বীকার করে নেওয়া হলো জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ছে জনস্বাস্থ্যের উপরেও।

[৩] কপ-২৮ শীর্ষ সম্মেলনের চতুর্থ দিনকে স্বাস্থ্য সেবা হিসেবে ঘোষণা করা হয়েছিল। আর এই দিনটিতেই দুবাইয়ের আকাশে  অস্বাস্থ্যকর ধোঁয়াশার চাদরে অস্পষ্ট হয়েছিল।  আন্তর্জাতিক দূষণ ট্র্যাকার অনুযায়ী, বায়ুর গুণমান সূচক পিএম ২.৫ দূষণের প্রতি ঘনমিটারে ১৫৫ মাইক্রোগ্রামে পৌঁছেছিল। সূক্ষ্ম কণা যা সবচেয়ে ক্ষতিকারক, কারণ এটি রক্তের প্রবাহে প্রবেশ করতে পারে। এই তথ্য প্রকাশের পাশাপাশি সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, বায়ুর গুণমান অস্বাস্থ্যকর হওয়ার ফলে  সবাই স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব অনুভব করতে পারে; সংবেদনশীল গোষ্ঠীর সদস্যরা আরও গুরুতর স্বাস্থ্য প্রভাব অনুভব করতে পারে।" 

[৪] কপ-২৮, যেখানে আলোচকরা নির্গমন কমাতে এবং জলবায়ু পরিবর্তন রোধ করার জন্য একটি বৈশ্বিক চুক্তি তৈরি করার চেষ্টা করছেন, সেখানে প্রথম কয়েকদিনে ধোঁয়াশা পরিস্থিতি লক্ষণীয় ছিল। জীবাশ্ম জ্বালানী নির্গমন দ্বারা চালিত বায়ু দূষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বছরে ৪ মিলিয়নেরও বেশি লোককে হত্যা করে, কারণ এটি শ্বাসযন্ত্রের রোগ, স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, ডায়াবেটিস এবং অন্যান্য সমস্যার ঝুঁকি বাড়ায়। ক্ষতি আংশিকভাবে পিএম ২.৫ মাইক্রো পার্টিকেল দ্বারা সৃষ্ট হয়, যা বেশিরভাগ পরিবহন এবং শিল্পে পোড়ানো জীবাশ্ম জ্বালানি থেকে তৈরী হয়। 

[৫] কপ-২৮ অনুষ্ঠিত হচ্ছে এক্সপো সিটিতে, যেখান থেকে ১১ কিলোমিটার দূরেই বিশ্বের বৃহত্তম গ্যাস-জ্বালানি শক্তি কেন্দ্র জেবেল আলি পাওয়ার অ্যান্ড ডিস্যালিনেশন কমপ্লেক্স। গ্যাস নির্গমনের জন্য জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতকে বহু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। পাইপলাইনের স্যাটেলাইট চিত্র তুলে ধরে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং জলবায়ু চ্যাম্পিয়ন আল গোর তেল সমৃদ্ধ রাজতন্ত্র সংযুক্ত আরব আমিরাতের নির্গমনের কথা তুলে ধরেন। 

[৬] আর একটি আন্তর্জাতিক সংস্থা ক্লাইমেট ট্রেস, একটি স্বাধীন গোষ্ঠী যারা প্রতি সপ্তাহে গ্রিনহাউস গ্যাস নির্গমন নিরীক্ষণ করে এবং প্রকাশ করে। এরা ২০২১ সালে কাজ শুরু করেছিল এবং কার্বন ডাই অক্সাইড ও মিথেন উভয়ের পর্যবেক্ষণ, রিপোর্টিং এবং যাচাই করে। সংস্থাটি স্যাটেলাইট ডেটা (কিন্তু তাদের নিজস্ব উপগ্রহ নয়) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিশ্বব্যাপী কয়লা খনি এবং পাওয়ার স্টেশন স্মোকস্ট্যাকের মতো উৎসগুলি পর্যবেক্ষণ করে।

[৭] ৩০০টি স্যাটেলাইট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার একটি নেটওয়ার্ক ব্যবহার করে, ক্লাইমেট ট্রেস  এখন ১০টি শিল্প থেকে ৩৫২ মিলিয়নেরও বেশি সাইট থেকে নির্গমন নিরীক্ষণ করতে পারে। তাদের প্রকাশ করা তথ্যগুলি দেখায় যে, সংযুক্ত আরব আমিরাতের গ্রিনহাউস গ্যাস নির্গমন  ২০২২ সালে ৭.৫ শতাংশ বেড়েছে, সমগ্র বিশ্বের জন্য ১.৫ শতাংশ বৃদ্ধির তুলনায়। কপ ২৮-এর প্রধান পূর্ণাঙ্গ কক্ষে বক্তৃতা দেওয়ার সময় গোর সংযুক্ত আরব আমিরাতের প্রধান নির্গমন সাইটগুলির স্যাটেলাইট চিত্রগুলি দেখান। 

[৮] আল গোর এবং ক্লাইমেট ট্রেস, দুবাইতে সারা বিশ্বের দেশ এবং শিল্পের কাছে একটি বার্তা দিয়েছেন যে, কেউ এখন  তাদের গ্যাস নির্গমনকে আর লুকাতে পারবে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব